ঢাকা, ৬ মে, ২০২৫ : সরকারি এলপি গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কারওয়ান বাজারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অনিয়ম ও গাফিলতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
দুদকের তদন্ত দল জানায়, বছরে প্রায় ১৪ লাখ সরকারি সিলিন্ডার বিক্রি হলেও গ্রাহকরা তা পান না। একটি সিন্ডিকেটের মাধ্যমে এই সিলিন্ডারগুলো বিক্রি করা হয়। গ্যাস সিলিন্ডার সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা ও যমুনা ওয়েল কোম্পানির কর্মকর্তারা এ বিষয়ে সদুত্তর দিতে পারেননি। দুদকের দাবি, দুর্নীতির উদ্দেশ্যে বিপিসির কর্মকর্তারা সরকারি সিলিন্ডারের প্রচারণা এড়িয়ে যেতেন।
বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনের মাধ্যমে এলপি গ্যাস সিলিন্ডার নিয়ে গুরুতর অনিয়মের তথ্য জেনেছি। বিপিসির কোনও কর্মকর্তা এতে জড়িত কিনা, তা তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি অনুষ্ঠানে সরকারি এলপি গ্যাস বেসরকারিভাবে বিক্রি করে হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা উন্মোচন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এ.আই/এম.আর