রাজবাড়ী, ৬ মে ২০২৫: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২২ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রফিক হালদারের জালে মাছটি আটকা পড়ে।
জেলে রফিক হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের সঙ্গে যোগাযোগ করেন। শেখ মাছটি প্রতি কেজি ১,৭০০ টাকা দরে মোট ৩৭,৪০০ টাকায় কিনে নেন। মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে শাহজাহান শেখের মৎস্য আড়তে আনা হলে স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা তা দেখতে ভিড় করেন। এত বড় পাঙাশ ধরা পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়।
ক্রেতা সম্রাট শাহজাহান শেখ বলেন, “পদ্মায় এমন বড় পাঙাশ অনেক দিন পর পেয়েছি। মাছটি একদম টাটকা ছিল, তাই ভালো দামে কিনেছি।” তিনি পরে ঢাকার এক ধনী ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে মাছটি প্রতি কেজি ১০০ টাকা লাভে মোট ৩৯,৬০০ টাকায় বিক্রি করেন, যাতে তার ২,২০০ টাকা লাভ হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, পদ্মায় এখন প্রায়ই জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। জেলেরা এতে খুশি এবং মাছগুলো ভালো দামে বিক্রি করছেন।
এ.আই/এম.আর