ঢাকা, ২ মে, ২০২৫ – বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার শুক্রবার, ২ মে, ২০২৫ থেকে তাদের ফ্লাইট চলাচল ‘সাময়িকভাবে’ বন্ধ রেখেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, নভোএয়ার বেবিচককে জানিয়েছে যে তারা দুই সপ্তাহের মধ্যে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করবে। তবে, এয়ারলাইন্সটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করা হয়নি।
নভোএয়ারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে এয়ারলাইন্সটি তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির চেষ্টা করে আসছে। বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে সম্ভাব্য ক্রেতা সংস্থার প্রতিনিধিরা বিমানগুলোর ইন্সপেকশন করতে আসবেন। এই ইন্সপেকশনের জন্য ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এর আগে, চলতি বছরের ২০ এপ্রিল নভোএয়ার হঠাৎ করেই টিকিট বিক্রি বন্ধ করে দেয়, যা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনের জন্ম দেয়। গুঞ্জন উড়িয়ে দিয়ে তারা পুনরায় টিকিট বিক্রি শুরু করলেও, মাত্র দশ দিন পর আবারও টিকিট বিক্রি বন্ধ করে।
ফ্লাইট স্থগিতের আগে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর এবং রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করত। যাত্রী সংকটের কারণে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুট কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়।
এর আগে, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য নভোএয়ার তাদের বহরের উড়োজাহাজ বিক্রি করে এয়ারবাসসহ মাঝারি আকারের উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানিয়েছিল। কিন্তু বিনিয়োগকারীর অভাবে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।
এই হঠাৎ ফ্লাইট বন্ধের ঘটনা যাত্রী ও শিল্প পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, এবং অনেকেই এয়ারলাইন্সটির আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলছেন।
এ আই/ আর.আর