ঢাকা, ৬ মে ২০২৫ : বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থে বাংলাদেশ যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে যোগাযোগ করবে এবং এ বিষয়ে অন্য কেউ কী বলল তা গুরুত্বপূর্ণ নয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের বিষয়ে এ কথা বলেন।
খলিলুর রহমান বলেন, “আমরা একটি সার্বভৌম রাষ্ট্র। আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করব। কে কী বলল যায়-আসে না। আমরা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়ন করছি।” তিনি জানান, মিয়ানমার আরাকান আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করলেও তারা আলোচনায় আগ্রহী এবং যুদ্ধবিরতির কথা বলছে।
আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাদের সীমান্তের ওপারে এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণ। এটি আমাদের সার্বভৌম সীমান্ত। এই সীমান্ত আমাদের রক্ষা করতে হবে, শান্তিপূর্ণভাবে ম্যানেজ করতে হবে। এটি একটি ক্রসবর্ডার ইস্যু। তাই ওপারে যেই থাকুক, আমরা তার সঙ্গে যোগাযোগ রাখব।” তিনি আরও বলেন, মিয়ানমারের সেনাবাহিনী যদি ওই এলাকায় ফিরে আসে, তাদের সঙ্গেও যোগাযোগ করা হবে, কারণ অতীতে তাদের সঙ্গে যোগাযোগ ছিল।
গত এপ্রিলে মিয়ানমারের জান্তা সরকার, জেনারেল মিন অং হ্লায়িংয়ের নেতৃত্বে, ঢাকায় কূটনৈতিক পত্র পাঠিয়ে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বিষয়ে ‘অসন্তোষ’ প্রকাশ করেছে। তবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এই যোগাযোগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
এ.আই/এম.আর