ঢাকা, ২ মে ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরছেন। তার সঙ্গে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। তাই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আনার প্রস্তুতি চলছে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।
২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। করোনা মহামারির সময় তৎকালীন সরকার তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে তিনি মুক্তি পান। পরবর্তীতে তার বিরুদ্ধে থাকা দুটি দুর্নীতির মামলার রায় বাতিল করেন আদালত।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যম্বুলেন্সে যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। চিকিৎসকের অনুমতি নিয়েই তিনি দেশে ফিরছেন। দলীয় সূত্র জানায়, উন্নত চিকিৎসা ও পরিবারের সদস্যদের সান্নিধ্যে থেকে তিনি এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ।
এ.আই/এম.আর