আন্তর্জাতিক : অপারেশন সিন্দুর-এর পর ভারত সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাকিস্তানের তরফে সম্ভাব্য প্রত্যাঘাতের আশঙ্কায় দেশের নিরাপত্তা জোরদার করতে উত্তর-পশ্চিমাঞ্চলের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
শ্রীনগর, লেহ, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সলমীর, শিমলা, ধর্মশালা এবং জামনগরসহ মোট ১৮টি বিমানবন্দর বন্ধ করা হয়েছে। দিল্লি বিমানবন্দর থেকে সর্বাধিক ৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় এই সিদ্ধান্তের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বেসরকারি বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, সরকারের নির্দেশে আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি থাকায় ১০ মে পর্যন্ত ১৬৫টি ইন্ডিগো ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়াও জম্মু, শ্রীনগর, লেহ এবং অমৃতসরে ১০ মে পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। স্পাইসজেট এবং আকাসা এয়ারসহ অন্যান্য সংস্থাগুলোও একই পরিস্থিতির মুখোমুখি।
ফ্লাইট বাতিল হলেও যাত্রীদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া, ফ্লাইটের সময় পুনর্নির্ধারণের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
আন্তর্জাতিক ক্ষেত্রে, বেশ কিছু বিমান সংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে। কাতার এয়ারওয়েজ ২৫টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করেছে। আমেরিকান এয়ারলাইন্স, ডাচ বিমান সংস্থা কেএলএম এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।
এ.আই/এম.আর