চট্টগ্রাম, ৭ মে ২০২৫: চট্টগ্রাম কাস্টমস হাউস স্যানি ব্র্যান্ডের ৩০টি নতুন কংক্রিট মিক্সার লরি ই-অকশনের মাধ্যমে বিক্রির জন্য উন্মুক্ত করেছে। বুধবার (৭ মে) থেকে এই নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে।
কাস্টমস কর্মকর্তাদের মতে, ২০২৩ সালে আমদানি করা এই ১০ চাকার লরিগুলো নতুন অবস্থায় রয়েছে। আগ্রহী ক্রেতারা আগামী ২১ মে দুপুর ২টা পর্যন্ত প্রস্তাব জমা দিতে পারবেন। লরিগুলো ১৩ ও ১৪ মে পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
রাজস্ব কর্মকর্তা বিজন কুমার তালুকদার জানান, একজন আমদানিকারকের আনা এই ৩০টি লরি পৃথকভাবে নিলামে তোলা হয়েছে। আগ্রহীরা চাইলে একটি লরিও কিনতে পারবেন। ১৫টি লরির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৭২ হাজার টাকা, এবং বাকি ১৫টির মূল্য ৭৫ লাখ ৯১ হাজার টাকা।
নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, লরিগুলো ভালো অবস্থায় আছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি মনে করেন, সংরক্ষিত মূল্য আরেকটু কম হলে বিক্রি আরও সহজ হতো।
এ.আই/এম.আর