ঢাকা,৭ মে, ২০২৫ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর গুরুত্বপূর্ণ করিডোরের সিগন্যালগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি স্থাপন করতে যাচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে অযথা হর্ন বাজানো গাড়ির চালকদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে।
বুধবার (৭ মে) গুলশান-২ নম্বর সিগন্যালে শব্দদূষণ রোধে একটি কর্মসূচির উদ্বোধনকালে এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, “শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। জনগণের সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ঢাকাকে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা সম্ভব।”
তিনি আরও জানান, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ কমাতে সময়সীমা ও নির্দিষ্ট শব্দের পরিধি নির্ধারণ করা প্রয়োজন। শব্দদূষণ বৃদ্ধ, অসুস্থ এবং সাধারণ মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর।
অপ্রয়োজনীয় মাইক ব্যবহার বন্ধে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, গুরুত্বপূর্ণ করিডোরের সিগন্যালগুলোতে এআই প্রযুক্তির মাধ্যমে অযথা হর্ন বাজানো গাড়ির চালকদের শনাক্ত করে আইনি শাস্তির আওতায় আনা হবে।
অনুষ্ঠানে সেন্টার অব এটমোস্ফেরিক পলুসন স্টাডিজের চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদারসহ গ্রিন ভয়েসের শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
এ.আই/এম.আর