৬ মে, ২০২৫ :কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ ভারতের সঙ্গে সীমান্তে কোনো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো উত্তেজনা নেই, তাই সীমান্তে বাড়তি ব্যবস্থার প্রয়োজন নেই।
ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। বাংলাদেশও কি একই পদক্ষেপ নেবে, এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, “আমাদের সীমান্তের নিরাপত্তার জন্য যা প্রয়োজন, তা আমরা করব। তবে ভারতের সঙ্গে আমাদের কোনো উত্তেজনাকর পরিস্থিতি নেই। ফলে বাড়তি কিছু করার কোনো কারণ দেখছি না।”
প্রসঙ্গত, গত ২২ এ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
এ.আই/এম.আর