ঢাকা, ৩ মে ২০২৫ – রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা মহাসমাবেশে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের ঢল নেমেছে। সকাল থেকে শুরু হওয়া এই সমাবেশ দুপুর ১টা পর্যন্ত চলে, যেখানে চার দফা দাবি তুলে ধরা হয়।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে এই মহাসমাবেশে সংগঠনের শীর্ষ নেতারা এবং দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম বক্তব্য রাখেন। সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের সড়কগুলোতে এবং প্রবেশপথে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। শাহবাগ, মতিঝিল, নীলক্ষেত, যাত্রাবাড়ী, কলাবাগান, ফার্মগেট, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এছাড়া, ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাস ও ট্রাকে করে হাজারো মানুষ এই সমাবেশে অংশ নেন।
হেফাজতে ইসলাম দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ ও সব পেশাজীবীদের এই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিল। সংগঠনটির চার দফা দাবি হলো:
নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল।
সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং ২০১৩ সালের শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার।
ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর “গণহত্যা ও নিপীড়ন” বন্ধে সরকারের ভূমিকা।
এই মহাসমাবেশের আগে শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ ও সংহতি মিছিল অনুষ্ঠিত হয়। হেফাজত নেতারা সতর্ক করে বলেছেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ.আই/এম.আর