ঢাকা, ০৩ মে ২০২৫ : আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ দেশের সাতটি জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রপাতসহ ঝড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (৩ মে) দুপুরে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, দুপুর ১২:৪৫ থেকে পরবর্তী ২-৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম জেলায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
এই অঞ্চলগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
নিরাপত্তা সতর্কতা:
বজ্রপাতের সময় ঘরের মধ্যে থাকুন এবং জানালা-দরজা বন্ধ রাখুন। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন এবং নিরাপদ আশ্রয় নিন। গাছের নিচে আশ্রয় নেবেন না, কংক্রিটের মেঝেতে শুয়ে পড়বেন না এবং কংক্রিটের দেওয়ালে হেলান দেবেন না। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির প্লাগ খুলে দিন। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন এবং বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকুন। শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
এ.আই/এম.আর