আন্তর্জাতিক ডেস্ক | ২ মে, ২০২৫: ভারতের বিহার রাজ্যের মোকামা শহরের একটি স্কুলে মিড-ডে মিল কর্মসূচির খাবার খেয়ে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)।
অভিযোগ উঠেছে, খাবারে মৃত সাপ পাওয়া সত্ত্বেও তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার (১ মে) এনএইচআরসি এক বিবৃতিতে জানায়, ওই স্কুলে অন্তত পাঁচশ শিশুকে এই দূষিত খাবার পরিবেশন করা হয়েছিল। খাবার গ্রহণের পর বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এনএইচআরসি বলেছে, অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তবে এটি শিক্ষার্থীদের মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।
কমিশন রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বিশদ প্রতিবেদন জমা দিতে বলেছে, যাতে আক্রান্ত শিশুদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
ভারতে স্কুলের খাবারে সাপ পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ১৯২৫ সালে মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) শুরু হওয়া মিড-ডে মিল কর্মসূচির লক্ষ্য ছিল দরিদ্র পরিবারের শিশুদের স্কুলে উপস্থিতি বৃদ্ধি এবং ক্ষুধা নিবারণ। কিন্তু এই কর্মসূচির খাদ্যের পুষ্টিমান ও নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে বিহারেই মিড-ডে মিলের খাবারে বিষক্রিয়ায় ২৩ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। পুলিশ তখন জানিয়েছিল, খাবারে মারাত্মক বিষাক্ত কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এই কর্মসূচির নিরাপত্তা ও গুণগত মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
এ.আই/এম.আর