রাজধানীর উত্তরায় গত ২১ জুলাই ২০২৫ বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মরদেহ ইতোমধ্যে পরিবার ও আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই ২০২৫) স্বাস্থ্য অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছয়জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং একজনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের মর্গে সংরক্ষিত রয়েছে। এই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের জন্য ডিএনএ পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থী ও পাইলটসহ এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ দুর্ঘটনায় মোট ৩১ জন নিহত হয়েছেন।