আন্তর্জাতিক ডেস্ক,৫ মে, ২০২৫ :ইয়েমেনের বন্দরনগরী হোদেইদায় সোমবার (৫ মে) ইসরায়েলি বিমানবাহিনী হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। হুথি গোষ্ঠীর বরাতে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার (৪ মে) হুথিরা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে, যার ফলে বিমানবন্দরে কিছুক্ষণের জন্য চলাচল বন্ধ হয়ে যায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার জবাবে হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যম জানিয়েছে, হোদেইদার নয়টি স্থানে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলায় প্রায় ৩০টি বিমান অংশ নিয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েল এই হামলা চালাচ্ছে। উল্লেখ্য, ইসরায়েলি হামলার ঠিক আগে যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছিল।
এই সংঘাত ইসরায়েল ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগ বাড়াচ্ছে।
এ.আই/এম.আর