আন্তর্জাতিক ডেস্ক, ৯ মে ২০২৫ :লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের ভারত সফর বাতিল হয়েছে, যা লাখো ভক্তের প্রত্যাশায় ধাক্কা দিয়েছে। কেরালায় আগামী অক্টোবরে একটি প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ছিল দলটির, যা ঘোষণা করেছিলেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরহিমান। তবে আর্থিক সংকটের কারণে এই পরিকল্পনা ভেস্তে গেছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, এই সফর আয়োজনের জন্য ন্যূনতম ১০০ কোটি রুপির বাজেট প্রয়োজন ছিল, যা আয়োজকরা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। আর্জেন্টিনা দলের সঙ্গে চুক্তির সময়সীমাও শেষ হয়ে গেছে এবং আয়োজকরা প্রয়োজনীয় আর্থিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অল কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনকে স্পন্সরশিপের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা ‘ওলোপ্পো’ অ্যাপের মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহের চেষ্টা করেছিল, যার মধ্যে আর্জেন্টিনা দলের উপস্থিতির জন্য ৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে এই প্রচেষ্টা সফল হয়নি। পরিকল্পনা ব্যর্থ হওয়ার আভাস পাওয়ার পর কেরালা সরকার স্পন্সরশিপের দায়িত্ব রিপোর্ট ব্রডকাস্টিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের হাতে তুলে দেয়, কিন্তু তাতেও পরিস্থিতি উদ্ধার করা যায়নি।
গত মার্চে কোঝিকোড়ে এক অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী ঘোষণা করেছিলেন, মেসি ও তার দল ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সাত দিনের জন্য কেরালা সফর করবেন। এই সফরে একটি প্রীতি ম্যাচ এবং ভক্তদের সঙ্গে ফুটবল নিয়ে আলোচনার জন্য ২০ মিনিটের একটি ইন্টারেক্টিভ সেশনের পরিকল্পনা ছিল। তবে বর্তমানে মেসিসহ গোটা আর্জেন্টিনা দলের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৪ বছর পর দ্বিতীয়বার ভারতে আসার কথা ছিল আর্জেন্টিনার। এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশে দলটির সফরের পরিকল্পনাও শেষ মুহূর্তে বাতিল হয়েছিল। ভারত সফর বাতিলের ঘটনা আবারও বিশ্বমানের ফুটবল দলকে আয়োজনের আর্থিক ও লজিস্টিক চ্যালেঞ্জের কথা সামনে এনেছে।
এ.আই/এম.আর