Wednesday, May 7, 2025

সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সমন্বয়ের অভাব দূর করতে প্রতি সপ্তাহে বৈঠক

ঢাকা, ৭ মে ২০২৫ :সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। 

এ সমস্যা সমাধানে প্রতি সপ্তাহে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে এবং এজন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হবে, যেখানে নিয়মিত প্রকল্পের আপডেট দেওয়া হবে।  

বুধবার (৭ মে) রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “মন্ত্রণালয়ের বিভাগগুলো একে অপরের সঙ্গে সমন্বয় না করে নিজ নিজ কাজে ব্যস্ত থাকছে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রতি সপ্তাহে সমন্বয় সভা করে নতুন, চলমান ও আসন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করব এবং সমস্যার তাৎক্ষণিক সমাধান করব।” এসব সভায় মন্ত্রণালয়ের সব বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন।
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প শিগগিরই চালু হবে। শেখ মইনউদ্দিন বলেন, রাজনৈতিক সরকারের অনুপস্থিতিতে এ প্রকল্প বাস্তবায়নে কোনো রাজনৈতিক চাপ নেই, এখনই এটি বাস্তবায়নের উপযুক্ত সময়।
যানজট নিরসনে হাইকোর্ট মোড় থেকে ফার্মগেট পর্যন্ত একটি পাইলট প্রকল্পের আওতায় আধুনিক সিগন্যালিং ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে এর দৃশ্যমান ফলাফল পাওয়া যাবে। শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজে লাগানো হবে, যাতে নির্দিষ্ট স্টপেজে গাড়ি থামানো এবং সিগন্যাল মেনে চলাচল নিশ্চিত হয়।
ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করছে। নীতিমালা কার্যকর হলে এসব যানবাহন নির্দিষ্ট রাস্তায় চলতে পারবে।
প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্নে তিনি জানান, একটি টিম গঠন করা হচ্ছে, যারা সব প্রকল্পের খরচ যাচাই করবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করাই লক্ষ্য। ভূমি অধিগ্রহণ এখন প্রকল্প বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ। তাই ভবিষ্যতে প্রকল্প অনুমোদনের আগে ভূমি অধিগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, বিআরটিসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. অনুপম সাহা, বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসিন, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার উপস্থিত ছিলেন। এছাড়া রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.