কক্সবাজার, ২১ মে ২০২৫: কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের জন্য চারদিন ব্যাপী একটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে মার্কিন সেনাবাহিনী ও বিমানবাহিনী। গত রোববার (১৮ মে) শুরু হওয়া এই কোর্স বুধবার (২১ মে) সম্পন্ন হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঢাকার মার্কিন দূতাবাস এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে বন্যা, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ে আটকে পড়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। কক্সবাজারের ইনানি বিচসহ বিভিন্ন স্থানে এবং সুইমিং পুলে এই কার্যক্রম পরিচালিত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, এই প্রশিক্ষণে কক্সবাজারের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপনকারী অংশ নেন। বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই কার্যক্রম সম্পন্ন হয়।
তানহারুল ইসলাম আরও বলেন, মার্কিন দূতাবাসের সহযোগিতায় মার্কিন সেনা ও বিমানবাহিনী এই প্রশিক্ষণ পরিচালনা করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন প্রশিক্ষকরা। এতে বন্যা ও ঘূর্ণিঝড়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে রক্ষা করাসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
তবে, প্রশিক্ষণের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় কিছু নেটিজেন নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ কেউ এটিকে আমেরিকাকে ‘করিডোর’ দেওয়ার প্রাথমিক পদক্ষেপ বলে দাবি করেছেন। এই দাবি প্রত্যাখ্যান করে তানহারুল ইসলাম বলেন, “করিডোর বা এমন কিছু নয়। এটি কেবল একটি প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষণ শেষ, তারা আজই কক্সবাজার ত্যাগ করবেন।”
এ.আই/এম.আর