সাতক্ষীরা, ২১ মে ২০২৫: সাতক্ষীরার শ্যামনগরে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় তিন প্রতারককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারের ‘সোনার বাংলা’ বেকারিতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের আমিরুল ইসলাম (৪২), যিনি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন; গাজীপুরের বাসন থানার নগরঘাট গ্রামের জয় সরদার (৩০), যিনি পুলিশ পরিচয় দিতেন; এবং ঢাকা উত্তরার বাসিন্দা ফারুক হোসেন (৪৫), যিনি সাংবাদিক সেজে প্রতারণা করছিলেন।
স্থানীয়রা জানান, প্রতারকরা বেকারিতে প্রবেশ করে ম্যাজিস্ট্রেট পরিচয়ে দোকান মালিককে ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার টাকা আদায় করেন। পরবর্তীতে আরও টাকা দাবি করলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, প্রতারকরা প্রথমে ৩ হাজার টাকা নেন এবং আরও টাকা দাবি করলে স্থানীয়রা তাদের আটক করে থানায় হস্তান্তর করেন। তিনি আরও জানান, এই চক্রটি পূর্বেও শ্যামনগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিন প্রতারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ.আই/এম.আর