ঢাকা, ২১ মে, ২০২৫ : অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা করে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, সরকারের মধ্যে থাকা কিছু ব্যক্তি বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত এবং নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করছে।
বুধবার (২১ মে) রাজধানীর কাকরাইলে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান। তাদের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কিন্তু সরকারের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো না করতে পারে, সেজন্য চক্রান্ত করছেন।”
ইশরাক আরও অভিযোগ করেন, সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, “এই সরকারের অধীনে কীভাবে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব?”
তিনি বলেন, “আমরা হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করে তাকে বিদায় করেছি। আমরা কি আরেকটি স্বৈরাচারী সরকার মেনে নেব? কখনোই না। আমরা সকল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব।”
মেয়র নির্বাচন প্রসঙ্গে ইশরাক বলেন, “মেয়র বুঝি না। এই সরকার নিরপেক্ষ নয়, তা সবার সামনে প্রকাশিত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা সরকারে থেকে রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে পারেন না।”
তিনি জোর দিয়ে বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। পিছু হটার কোনো সুযোগ নেই।”
এ.আই/এম.আর