ঢাকা, ৬ মে, ২০২৫ :বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকাসহ আটটি জেলার জন্য বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হতে পারে এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা নাগাদ রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ.আই/এম.আর