সারাদেশ ডেস্ক | ৫ মে, ২০২৫ : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে সাকিব (১৭) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন।
বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে সাকিব সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার দিবাগত রাতে মাদলা সীমান্তে এই গুলির ঘটনা ঘটে।
কসবা থানার ওসি আব্দুল কাদের জানান, রোববার মধ্যরাতে বিএসএফের গুলিতে সাকিব ও এক ভারতীয় নাগরিক আহত হন। স্থানীয়রা গুলিবিদ্ধ সাকিবকে কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠায়, কিন্তু তাকে বাঁচানো যায়নি।
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, সাকিবের মরদেহ তার বাড়িতে আনা হয়েছে, এবং তারা পরিবারের পাশে থাকতে যাচ্ছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাননি। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, এবং কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।
এ.আই/এম.আর