আন্তর্জাতিক ডেস্ক, ১১ মে ২০২৫ : জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুরে’ ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সৈন্য নিহত হয়েছেন।
শনিবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, “আমরা আমাদের সশস্ত্র বাহিনীর পাঁচ সহকর্মীকে হারিয়েছি। তাদের এই আত্মত্যাগ চিরকাল স্মরণীয় থাকবে।”
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ৭ মে থেকে ১০ মে পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারতীয় বাহিনীর কামান ও আগ্নেয়াস্ত্রের গুলিতে পাকিস্তানের প্রায় ৩৫ থেকে ৪০ সেনা নিহত হয়েছেন। ৭ মে অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। পেহেলগাম হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এই অভিযান শুরু হয়। জবাবে পাকিস্তানও ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের হামলার লক্ষ্য ছিল ভারতে সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহৃত পাকিস্তানের অবকাঠামো। “যখন তারা আমাদের আকাশসীমায় অনুপ্রবেশ ও অবকাঠামোতে হামলার চেষ্টা করে, তখন আমরা ভারী অস্ত্র ব্যবহার করি। এতে পাকিস্তানের হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে,” বলেছে সেনাবাহিনী। হামলার পূর্ণাঙ্গ তথ্য এখনও পর্যালোচনা করা হচ্ছে।
শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই উভয় দেশ চুক্তি লঙ্ঘন করে পুনরায় হামলা-পাল্টা হামলা চালায়। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এক বিশেষ ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে কঠোর জবাব দেওয়া হবে। তিনি পাকিস্তানি সেনাপ্রধানকে হটলাইনে এই বার্তা পাঠিয়েছেন।
এ.আই/এম.আর