আন্তর্জাতিক ডেস্ক | ৫ মে, ২০২৫: কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপের সময় এই প্রস্তাব দেন। ৫ মে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ল্যাভরভ ও দারের কথোপকথনের উল্লেখ করে এক বিবৃতিতে জানিয়েছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমানোর জন্য বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ফলে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য মস্কো প্রস্তুত।
এর আগে, ল্যাভরভ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও ফোনে কথা বলেন এবং উভয় প্রতিবেশী দেশকে শান্তিপূর্ণভাবে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান। হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এ ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুললেও পাকিস্তান তা অস্বীকার করেছে।
রাশিয়ার এই প্রস্তাব এমন সময়ে এলো যখন ভারত ইন্ডাস জলচুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তান ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো উভয় দেশকে সংযমের আহ্বান জানিয়েছে, যাতে এই অশান্ত অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়।
এ.আই/এম.আর