কক্সবাজারে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে বরফের ভেতরে লুকানো অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে ২১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়, যাদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র্যাব-১৫ এর সদস্যরা অংশ নেন।
অভিযানের সময় সন্দেহজনক দুইটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোট দুটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে একটি বোট থেকে এক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। ঘণ্টাব্যাপী ধাওয়ার পর গভীর সমুদ্র থেকে বোট দুটি আটক করা হয়।
বোট দুটি তল্লাশি করে কাঠের পাটাতনের নিচে বরফের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ২১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং বাকিরা উখিয়া ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
আটক মাদক পাচারকারী, জব্দ ইয়াবা ও বোট দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
এ আই/এম.আর