মালয়েশিয়ার পেনাং রাজ্যে গাঁজা পাচারের অভিযোগে স্থানীয় পুলিশের অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এই গ্রেফতারদের মধ্যে একজন বাংলাদেশি, এক রোহিঙ্গা নাগরিক এবং দুজন স্থানীয় প্রেমিক যুগল রয়েছেন।
পেনাংয়ের গেলুগর জেলার লেংকক পেমাঞ্চারে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩৮ হাজার ৪৯৩ রিঙ্গিত। এই মাদক পাচারের ঘটনায় স্থানীয় যুগল প্রথমে গ্রেফতার হন। পরবর্তী তদন্তের মাধ্যমে পুলিশ গাঁজা সরবরাহে রোহিঙ্গা ও বাংলাদেশির সংশ্লিষ্টতা শনাক্ত করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, স্থানীয় যুগল বিদেশি সরবরাহকারীদের থেকে গাঁজা সংগ্রহ করত এবং তা অধিক দামে বিক্রি করত। পুলিশ জানিয়েছে, প্রতি কেজি গাঁজা ১,২০০ রিঙ্গিতে কিনে তারা প্রায় ৩,০০০ রিঙ্গিতে বিক্রি করত।
আটকদের মাদক পরীক্ষা থেকে জানা যায়, বাংলাদেশি নাগরিকের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের ধারা ৩৯বি অনুসারে মামলা করা হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী ১৭ এপ্রিল পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে।
এটি মালয়েশিয়ার মাদক চক্রের বিরুদ্ধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ। দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ ধরনের অপরাধ দমনে সক্রিয় রয়েছে।
এ আই/এম.আর