ব্রাহ্মণবাড়িয়া, ৬ সেপ্টেম্বর, ২০২৫: ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে, বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় কর্ণফুলী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, পরে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালায়। কয়েক ঘণ্টার চেষ্টার পর দুর্ঘটনাকবলিত বগি সরিয়ে রাত ৭টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 by
 by 