চট্টগ্রাম নগরের মোহরার কাজীরহাট এলাকায় আবুল খায়ের গ্রুপের একজন পরিবেশকের ২০ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে দোকানের সামনে থেকে থলেভর্তি টাকা ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। টাকা নিয়ে পালানোর সময় ধাওয়া দিলে দুর্বৃত্তরা পরিবেশকের এক কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এবং পরিবেশককে মারধর করে।
পুলিশ ও ভুক্তভোগী প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কাজীরহাট এলাকায় আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্যের পরিবেশক রফিক আহমদ। মঙ্গলবার সকালে তিনি তাঁর দুই কর্মচারীসহ রফিক স্টোর নামের নিজের প্রতিষ্ঠান খুলতে যান। ব্যাংকে জমা দেওয়ার জন্য রাখা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। দোকানের এক কর্মচারী তাদের ধরতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, লুট হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে। দোকান খোলার সময় কর্মচারী টাকার থলে নিচে রেখেছিলেন, আর সেই সুযোগে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়। ধাওয়া দিলে তারা কর্মচারীকে কুপিয়ে আহত করে এবং পুলিশ সদস্যদেরও কোপানোর চেষ্টা করে। পুলিশ ফাঁকা গুলি ছুড়লে একজনকে আটক করা হয়। অন্যদের আটকের চেষ্টা চলছে।