ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেষ্ঠ্য যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ৫ আগস্টের ঘটনার পূর্বে কারা তাদের পাশে ছিল তা স্মরণ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কঠিন সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং এর জন্য শাস্তির মুখোমুখি হওয়া ব্যক্তিদের কথা স্মরণ করার গুরুত্ব তুলে ধরেন।
তার ফেসবুক পোস্টে মাসউদ লেখেন, “হে ঢাবি, ভোট দেওয়ার আগে একবার ভাইবেন ৫ তারিখের আগে কাদের আপনারা চিনতেন, কাদের পাশে পেয়েছিলেন, কারা আপনাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে মাইর খেয়েছে, জেল খেটেছে। ভাবুন, তারপর ভোটটা দিয়েন। ৫ তারিখের আগে যারা লুকিয়ে ছিল, শিক্ষার্থীরা যখন ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত হচ্ছিল তখন যারা ছাত্রলীগেরই মিছিলে যেতো— তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন। অতটা অপরিণামদর্শী হইয়েন না।”
এই বক্তব্য ভোটারদেরকে অতীতের কর্মকাণ্ড এবং আনুগত্যের ভিত্তিতে সচেতন সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি স্মারক হিসেবে এসেছে।