শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য প্রতিষ্ঠিত অস্থায়ী পুলিশ তদন্তকেন্দ্রে হামলাকারী নৌ ডাকাত নয়ন, পিয়াস ও তাদের দল দেশ ছেড়ে পালিয়েছে। প্রত্যন্ত এলাকার এই ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “পুলিশের ওপর হামলাকারী নৌ ডাকাতরা দেশে নেই। তারা পাশের দেশে পালিয়ে গেছে। তারা ফিরলে তাদের জায়গা হবে কেরানীগঞ্জের জেলে।”
মুন্সিগঞ্জের স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, “এই নৌ ডাকাত গ্রুপ সম্পর্কে আমি জানি। তারা থানা থেকে লুট করা অস্ত্রগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর। আজ অস্থায়ী পুলিশ ক্যাম্পটি পরিদর্শন করেছি। এটিকে স্থায়ী করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই এটি স্থায়ী হবে।”
২৬ আগস্ট গজারিয়া থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম খান পিয়াসকে প্রধান আসামি করে ২০ জনের নামে এবং ২৫-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রিপন সরকার (৪১), জামিল উদ্দিন (৪০) ও হারুন মেম্বারকে (৪৭) গ্রেপ্তার করেছে, কিন্তু মূল আসামি বা লুটকৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি।