হারারে, ৬ সেপ্টেম্বর, ২০২৫: হারারে স্পোর্টস ক্লাবে দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার দাপট থাকলেও জিম্বাবুয়ে অবশেষে তাদের সেই রাজত্বের অবসান ঘটিয়েছে। দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই এবং প্রথম টি-টোয়েন্টিতে হারের পর, সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। আগে বোলিং করে শ্রীলঙ্কাকে ১৭.৪ ওভারে মাত্র ৮০ রানে গুটিয়ে দেয় জিম্বাবুয়ে এবং ১৪.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে, ৩৪ বল হাতে রেখে সিরিজে ১-১ সমতা ফেরায়।
জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। ব্লেসিং মুজারাবানি দলীয় ৪ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেট তুলে নেন। মুজারাবানি (২ উইকেট) এবং ব্র্যাড ইভান্স (৩ উইকেট) রাজার স্পিনের সঙ্গে মিলে শ্রীলঙ্কাকে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে অলআউট করেন, যা ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানের চেয়ে কিছুটা বেশি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২০ রান করেন কামিল মিশরা।
ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ে প্রথমে ধাক্কা খায়। ব্রায়ান বেনেট ও তাদিওয়ানশে মারুমানির ২০ রানের ওপেনিং জুটির পর মারুমানি ১৭ রানে আউট হন। এরপর দ্রুত আরো দুই উইকেট হারিয়ে দলীয় ২৭ রানে ৩ উইকেট পড়ে যায়। তবে রায়ান বার্ল (২২ বলে ২০*) এবং তাশিংগা মুশেকিওয়া (১৪ বলে ২১) অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। শ্রীলঙ্কার হয়ে দুশমন্থ চামিরা ৩ উইকেট নেন।
এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। আগামীকাল একই ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।