Tuesday, September 16, 2025

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির নাহিদ ইসলাম



ঢাকা গেট প্রতিবেদক প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ০৪:২৯ | অনলাইন সংস্করণ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন। জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার মামলায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন। তবে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হলে আজ নাহিদের সাক্ষ্য গ্রহণ হবে না। এদিকে, মাহমুদুর রহমান আজও ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। গতকাল (১৫ সেপ্টেম্বর) তার সাক্ষ্য অসমাপ্ত থাকায় আজ জেরার জন্য দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, মাহমুদুর রহমান মামলার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা নিয়ে সাক্ষ্য দেবেন। এ পর্যন্ত মামলায় ৪৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে, যারা জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগে বিচার শুরুর আদেশ দেন। মামলার অভিযোগপত্র ৮,৭৪৭ পৃষ্ঠার, যাতে তথ্যসূত্র, জব্দ তালিকা, প্রমাণাদি ও শহীদদের বিবরণ রয়েছে। মোট ৮১ জন সাক্ষীর মধ্যে তদন্ত সংস্থা গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। **ঢাকা গেট** স্বত্ব © ঢাকা গেট মিডিয়া লিমিটেড ২০২৫

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.