ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৫ – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। জামায়াতের প্রচার বিভাগ এই বিবৃতি পাঠিয়েছে।
বিবৃতিতে ড. শফিকুর রহমান বলেন, “মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্রসমাজ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচনে অংশ নেয়। প্রার্থীরা ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছেন।”
নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ ছাত্র জোট ব্যাপক বিজয় অর্জন করে, যেখানে মো. আবু শাদিক কায়েম ভাইস প্রেসিডেন্ট, এসএম ফরহাদ সাধারণ সম্পাদক এবং মো. মহিউদ্দিন খান সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।