পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় প্রতিনিধি দলের বৈঠক
ঢাকা, ২৩ আগস্ট ২০২৫ — আজ সন্ধ্যা ৫টা ৩৫ মিনিট থেকে গুলশান-২ এর পাকিস্তান হাইকমিশনে (হাউজ নং NE(C)-০২, রোড নং ৭১) সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এইচ.ই. মি. ইসহাক দার (H.E. Mr. Ishaq Dar) এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় প্রতিনিধি দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে উপস্থিত পাকিস্তানি প্রতিনিধিগণ:
১. এইচ.ই. মি. ইসহাক দার (H.E. Mr. Ishaq Dar) – উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান
২. এইচ.ই. মি. তারিক বাজওয়া (H.E. Mr. Tariq Bajwa) – গভর্নর, স্টেট ব্যাংক অব পাকিস্তান
৩. এইচ.ই. মি. ইমরান আহমেদ সিদ্দিকী (H.E. Mr. Imran Ahmed Siddiqui) – অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক), পররাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তান; ও ঢাকায় নিযুক্ত সাবেক হাইকমিশনার
৪. মি. ইলিয়াস মাহমুদ নিজামী (Mr. IIyas Mehmood Nizami) – মহাপরিচালক (দক্ষিণ এশিয়া), পররাষ্ট্র মন্ত্রণালয়
৫. মি. মোহাম্মদ উমায়ের লতিফ (Mr. Muhammad Umair Latif) – মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়
৬. মি. দিলদার আলী আবরো (Mr. Dildar Ali Abro) – পরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়
৭. মি. হাফিজ উল্লাহ (Mr. Hafeez Ullah) – ডেপুটি চিফ অব প্রটোকল অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়
৮. এইচ.ই. মি. ইমরান হায়দার (H.E. Mr. Imran Haider) – পাকিস্তান হাইকমিশনার
৯. এইচ.ই. মি. মোহাম্মদ ওয়াসিফ (H.E. Mr. Mohammad Wasif) – পাকিস্তান ডেপুটি হাইকমিশনার
জামায়াতের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যবৃন্দ:
১০. অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (Professor Mia Golam Porwar) – কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী; সাবেক এমপি
১১. ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের (Dr. Syed Abdullah Muhammad Taher) – কেন্দ্রীয় নায়েবে আমীর; সাবেক এমপি
১২. মাওলানা এটিএম মাছুম (Maulana ATM Masum) – কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল
১৩. আ্যডভোকেট মতিউর রহমান আকন্দ (Advocate Matiur Rahman Akand) – কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য; প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি; সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী
১৪. আ্যডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (Advocate Ehsanul Mahbub Zubair) – কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল; মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান
১৫. জামায়াতের আরও ২-৩ জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ
বৈঠকটি এখনও চলমান রয়েছে, এবং আলোচনার ফলাফল ও আনুষ্ঠানিক বিবৃতি পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানা গেছে।