ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ইরান নিজস্ব অস্ত্র কারখানা স্থাপন করেছে। তবে তিনি এসব কারখানা কোন কোন দেশে রয়েছে, তা প্রকাশ করেননি। শনিবার (২৩ আগস্ট, ২০২৫) বার্তাসংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের সঙ্গে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
নাসিরজাদেহ বলেন, ইরান সবসময় ‘মিসাইল উন্নয়ন’কে প্রাধান্য দিয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর এই অগ্রাধিকার পরিবর্তন হতে পারে। তিনি জানান, যেসব দেশে অস্ত্র কারখানা স্থাপন করা হয়েছে, সেগুলো নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে।
ইরান কথিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইরাকের কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সহায়তা করে। ইসরায়েল দাবি করে, এসব দেশে ইরানের অস্ত্র কারখানা রয়েছে। এছাড়া, সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাসার আল-আসাদের শাসনামলে ইরানের অস্ত্র তৈরির কারখানা ছিল। তবে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল এসব কারখানার বেশিরভাগ ধ্বংস করার চেষ্টা করেছে।