মুম্বাই থেকে সুইজারল্যান্ডের জুরিখগামী সুইস এয়ারলাইন্সের একটি বিমানে ১৫ বছর বয়সী এক সুইস কিশোরীকে ধর্ষণ করেন তার পাশের আসনে বসা এক ভারতীয় ব্যবসায়ী। চলতি বছরের মার্চে ৯ ঘণ্টার এই ফ্লাইটে কিশোরীটি ঘুমিয়ে পড়লে এই ভয়াবহ ঘটনা ঘটে।
আদালতে ওই ব্যবসায়ী ধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে সুইজারল্যান্ডের আদালত তাকে মাত্র ১৮ মাসের কারাদণ্ড এবং অর্থ জরিমানার শাস্তি দিয়েছে। ইতোমধ্যে কারাগারে কিছু সময় কাটানোর কারণে তাকে আর আটকে রাখা হয়নি এবং ভারতে ফেরত পাঠানো হয়েছে।
আদালতে ধর্ষক জানায়, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এমন কাজ করেছে। আদালত তাকে পাঁচ বছরের জন্য সুইজারল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে এবং অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যেকোনো কার্যক্রম থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।