ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। *ইন্ডিয়া টুডে* জানিয়েছে, গত শুক্রবার (২ আগস্ট, ২০২৫) এই ব্যক্তি বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট টার্মিনালের একটি কাঁচের দেওয়াল ভাঙার চেষ্টা করেন, যার ফলে সেখানে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফুল, তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। তিনি শুক্রবার সন্ধ্যায় ইন্ডিগোর একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতায় পৌঁছান। তার ঢাকাগামী একটি কানেকটিং ফ্লাইটে যাওয়ার কথা ছিল। *ইন্ডিয়া টুডে* জানিয়েছে, আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষার সময় তিনি হঠাৎ করে টার্মিনালের কাঁচের দেওয়াল ভেঙে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এদিকে, গত এক বছর ধরে ভারতে বাংলাদেশি বিদ্বেষ বেড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কলকাতায় বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্তা করা হচ্ছে। বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে ভুল করে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা পশ্চিমবঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছে।