রাজধানী ঢাকার গেন্ডারিয়া এলাকার দয়াগঞ্জে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার, ২৭ জুলাই ২০২৫, ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দয়াগঞ্জ রেললাইন এলাকায় কয়েকজন দুর্বৃত্ত আরিফুলকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সকাল আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরিফুল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সেকেন্দার আলী। বর্তমানে তিনি স্ত্রী ও পরিবারের সঙ্গে গেন্ডারিয়ার মীরহাজীরবাগ দয়াগঞ্জ গ্যাস পাম্পসংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি সিএনজিচালিত অটোরিকশার মালিক ছিলেন।