Sunday, July 27, 2025

মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

পাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার, ২৬ জুলাই ২০২৫, এই সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যুর খবরে অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এসব ঘটনা এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার, ২৭ জুলাই ২০২৫, সকালে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আদেশে বলা হয়, বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে নতুন মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রসহ মারামারি, অগ্নিসংযোগ, ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেছে। বেড়া থানার ওসির মাধ্যমে জানা গেছে, পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় ২৭ জুলাই সকাল ১০টা থেকে ২৮ জুলাই সকাল ১০টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সব ধরনের আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা বহন বা প্রদর্শন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
কয়েক বছর আগে বেড়া উপজেলায় পুরোনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে ঝামেলা হয়। তৎকালীন মসজিদের ক্যাশিয়ার মতিনসহ একটি পক্ষ কিয়ামের পক্ষে অবস্থান নিয়ে নতুন মসজিদ নির্মাণ করে। সম্প্রতি এই মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু একই গ্রামে দুটি মসজিদ নির্মাণে আরেকটি পক্ষ আপত্তি জানায়। শুক্রবার, ২৫ জুলাই, সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণ শুরু হলে ওই পক্ষ বাধা দেয়। এ সময় হাঁসুয়া, ট্যাটা ও লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের ২০০-২৫০ জনের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। শনিবার, ২৬ জুলাই, হাদিস নামে একজনের মৃত্যুর খবরে ২০টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.