বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি জানিয়েছেন, কীভাবে পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ তাঁর বিয়ের দিনটি ‘বরবাদ’ করে দিয়েছিলেন, যা তাঁকে মানসিকভাবে কষ্ট দিয়েছিল। ভারতীয় গণমাধ্যম *দ্য ললনটপ*-এর সঙ্গে এক সাক্ষাৎকারে আমির ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে তাঁর গোপন বিয়ে এবং ২০০২ সালে ১৬ বছর পর তাঁদের বিচ্ছেদের ঘটনা স্মরণ করেন।
আমির ও রিনা একই পাড়ায় থাকতেন এবং ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেম গড়ে ওঠে। কিন্তু রিনার পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিতে পারেনি এবং রিনাকে আমিরের সঙ্গে দেখা করতে নিষেধ করা হয়। একে অপরকে হারানোর ভয়ে তাঁরা গোপনে কোর্টে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ভারতীয় আইন অনুযায়ী, বিয়ের জন্য ছেলের বয়স কমপক্ষে ২১ হতে হয়। আমির ১৯৮৬ সালের ১৪ মার্চ ২১ বছরে পা দেন এবং কিছুদিন পরই রিনাকে বিয়ে করেন। দিনটির কথা স্মরণ করে আমির বলেন, “বিয়ের পর আমরা বাড়ি ফিরতে ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল, সবাই জিজ্ঞেস করবে, এত দেরি কেন। কিন্তু সৌভাগ্যক্রমে সেদিন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ ছিল। পরিবারের সবাই খেলায় এতটাই ব্যস্ত ছিল যে কেউ খেয়াল করেনি আমরা বাড়িতে নেই।” কিন্তু ওই ম্যাচই আমিরের জন্য হতাশার কারণ হয়ে ওঠে। সেই ম্যাচে জাভেদ মিয়াঁদাদ শেষ বলে ছক্কা মেরে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে জয় এনে দেন। আমির বলেন, “আমি তখনো ম্যাচ দেখছিলাম। জাভেদ মিয়াঁদাদের ছক্কা আমাকে বিষণ্ণতায় ডুবিয়ে দিয়েছিল। একবার ফ্লাইটে তাঁর সঙ্গে দেখা হলে আমি বলি, ‘জাভেদ ভাই, আপনি ঠিক করেননি। আপনি আমার বিয়ে বরবাদ করে দিয়েছেন।’ তিনি অবাক হয়ে বললেন, ‘কীভাবে?’ আমি বললাম, ‘সেদিনই আপনি শেষ বলে ছক্কা মেরেছিলেন, আমি বিষণ্ণতায় চলে গিয়েছিলাম।’” কয়েক মাস পর রিনার পরিবার বিয়ের খবর জানতে পারে এবং এতে তারা খুবই ভেঙে পড়ে। এমনকি রিনার বাবা এতটাই কষ্ট পান যে তাঁর হার্ট অ্যাটাক হয়। তবে এই ঘটনা পরে দুই পরিবারকে কাছাকাছি নিয়ে আসে। ধীরে ধীরে রিনার পরিবার আমিরকে মেনে নেয়। পরে আমিরের ছোট বোন ফারহাত রিনার ভাই রাজীবকে বিয়ে করেন, যা দুই পরিবারের সম্পর্ককে আরও গভীর করে। আমির ও রিনার দুই সন্তান—জুনাইদ খান ও ইরা খান।Thursday, July 3, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ব্লগার মন্তব্
- ফেইসবুক মন্তব্য