ঢাকা, ১২ জুলাই, ২০২৫ – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে একটি অজ্ঞাত ফোনকল আসে। পরে জানা যায়, এটি ছিল মিথ্যা তথ্য। একজন মা তার ছেলেকে পরকীয়া প্রেমিকার সঙ্গে কাঠমান্ডু যাওয়া থেকে বিরত রাখতে এই ভুয়া ফোনকল করেছিলেন।
রাজধানীর কারওয়ান বাজারে শনিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, এই ভুয়া ফোনকলের কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি তল্লাশি করে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি, যা হুমকির মিথ্যা প্রমাণিত হয়।
এ ঘটনায় র্যাব এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এক ব্যক্তি তার প্রেমিকার সঙ্গে ওই ফ্লাইটে কাঠমান্ডু যাচ্ছিলেন। তার স্ত্রী ও মা এই বিষয়টি জানতে পারেন। ছেলের এক বন্ধুর কাছ থেকে তথ্য নিয়ে মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা রয়েছে বলে মিথ্যা তথ্য দেন, যাতে ছেলে প্রেমিকার সঙ্গে কাঠমান্ডু যেতে না পারে।
এর আগে, শুক্রবার (১১ জুন) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৩-এ বোমা রয়েছে বলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে ফোন আসে। ফ্লাইটটি তখন কাঠমান্ডুর উদ্দেশে রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। নিরাপত্তা বিভাগ দ্রুত ফ্লাইট বাতিল করে যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনে। বোমা ডিসপোজাল ইউনিটের আড়াই ঘণ্টার তল্লাশির পর জানা যায়, কোনো বিস্ফোরক ছিল না। ফ্লাইটটি নিরাপদ ঘোষণার পর রাতে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেয়।