শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মাহিয়া তাসনিম চুয়াডাঙ্গা জেলার কুড়ালগাছি গ্রামের মৃত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর মেয়ে এবং মা বিউটি আক্তারের সঙ্গে উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন।
মাহিয়ার নানা নজরুল ইসলাম জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ প্রথমে চুয়াডাঙ্গার কুড়ালগাছি গ্রামে তার বাড়িতে নেওয়া হয়। পরে শুক্রবার সকালে মরদেহ নেওয়া হয় মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে তার নানার বাড়িতে। সেখানে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মাহিয়া তাসনিমের এই অকাল মৃত্যুতে কুড়ালগাছি ও জয়পুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।