Friday, July 25, 2025

জুলাই পদযাত্রা’ আজ সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ২৫ জুলাই ২০২৫ – জুলাই গণঅভ্যুত্থানের নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, সিলেট ও সুনামগঞ্জে তাদের দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ নিয়ে আসছে। আগামীকাল শনিবার এই পদযাত্রা মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে। গত বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর এটিই সিলেটে এনসিপি নেতাদের প্রথম সফর।

‘জুলাই পদযাত্রা’ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১ জুলাই থেকে শুরু হয়েছে। এই কর্মসূচি রাজনৈতিক সংস্কার, বৈষম্যবিরোধী আন্দোলন এবং নতুন সংবিধানের দাবিতে দেশের ৬৪ জেলায় পালিত হচ্ছে। পদযাত্রা রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়েছিল।

সিলেটের কর্মসূচি: আজ বিকেল ৫টার দিকে এনসিপি নেতারা সিলেটে পৌঁছাবেন। পদযাত্রা চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে বক্তব্যের মাধ্যমে শেষ হবে। এনসিপি প্রায় ২০ হাজার নেতাকর্মীর সমাগম আশা করছে। উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম (আহ্বায়ক), আখতার হোসেন (সদস্যসচিব), হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক), সারজিস আলম (উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক), নাসির উদ্দিন পাটোয়ারী (মুখ্য সমন্বয়ক), সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা (সিনিয়র যুগ্ম সদস্যসচিব) এবং আব্দুল হান্নান মাসউদ (সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক)।
সুনামগঞ্জের কর্মসূচি: বৃহস্পতিবার রাতে এনসিপি নেতারা সুনামগঞ্জে পৌঁছেছেন এবং সার্কিট হাউজে রাত্রিযাপন করছেন। শুক্রবার দুপুরে মডেল মসজিদে জুমার নামাজের পর ডিএস রোড থেকে পদযাত্রা শুরু হয়ে ট্র্যাফিক পয়েন্টে পথসভায় মিলিত হবে। প্রায় ১৫ হাজার নেতাকর্মীর অংশগ্রহণ প্রত্যাশিত। এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবু ছালেহ মো: নাছিম জানান, কর্মসূচি সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন জানান, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।

মৌলভীবাজারের কর্মসূচি: শনিবার, ২৬ জুলাই, সকাল ১১টায় মৌলভীবাজারের বেরিরপাড় পয়েন্ট থেকে পদযাত্রা ও পথসভা শুরু হবে। বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারী, নাহিদা সারোয়ার নিভা, সামান্তা শারমিন ও ডা. তাসনিম জারা। এছাড়া, ফ্যাসিস্ট আমলে কারানির্যাতিত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ উপস্থিত থাকবেন। পদযাত্রা শেষে দুপুর ২টায় শ্রীমঙ্গলের চৌমোহনা চত্বরে জনতার সাথে শুভেচ্ছা বিনিময় হবে। এনসিপির মৌলভীবাজার জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিষয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন। এনসিপির ‘জুলাই পদযাত্রা’ দেশব্যাপী ব্যাপক জনসমর্থন পেয়েছে। দলটি ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে কাজ করে যাচ্ছে। উত্তরায় বিমান দুর্ঘটনার কারণে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে পদযাত্রা স্থগিত করা হলেও, দলটি তৃণমূল পর্যায়ে সমর্থন সংগ্রহ অব্যাহত রেখেছে। সিলেটে এনসিপির পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিটি করপোরেশনের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
তিন জেলাতেই নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এনসিপি নেতৃত্ব একটি নতুন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.