যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের গেট থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতের এক ট্রাকচালককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা পাসপোর্টগুলোতে সার্বিয়ার ভিসার স্টিকার ও সিলমোহর পাওয়া গেছে।
আটক ট্রাকচালকের নাম বেচারাম প্রামাণিক (৪৩)। তাঁর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলেরমাঠ গ্রামে।
বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা জানান, গতকাল বিকেলে ভারতীয় ট্রাকচালক বেচারাম প্রামাণিক একটি ছোট ট্রাকে করে মুরগির খাদ্য নিয়ে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে আসেন। কার্গো ভেহিকেল টার্মিনালের ভেতর ট্রাক রেখে রাত সাড়ে নয়টার দিকে তিনি হেঁটে গেট দিয়ে বের হচ্ছিলেন। তাঁর হাতে একটি শপিং ব্যাগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। তল্লাশির সময় তাঁর শপিং ব্যাগ থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। পাসপোর্টগুলোতে গত ২৩ জুন ভারতের রাজধানী দিল্লি থেকে সার্বিয়ার ভিসার স্টিকার ও সিলমোহর রয়েছে। ‘ডি’ ক্যাটাগরির ১৮০ দিনের এই ভিসা ২০২৫ সালের ২৪ জুন থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বৈধ।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, ‘২০টি বাংলাদেশি পাসপোর্টসহ এক ভারতীয় ট্রাকচালককে বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালের গেটে আনসার সদস্যরা আটক করেছে বলে শুনেছি। তবে এখনো আটক ব্যক্তি ও উদ্ধার করা পাসপোর্টগুলো থানায় হস্তান্তর করা হয়নি।’