র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার মামলায় শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০)-সহ চার আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার র্যাব-২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে র্যাব-২-এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া বাকি তিন আসামি হলেন—মো. গুড্ডু (৩৮), শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর ও তেজগাঁও থানায় মামলা রয়েছে। খান আসিফ তপু প্রথম আলোকে বলেন, শাহীন যুবলীগের পদপ্রত্যাশী ছিলেন। তাঁর মূল পরিচয় তিনি মোহাম্মদপুরের সাবেক কমিশনার রাজীব ও সন্ত্রাসী যোসেফের সহযোগী। আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের হত্যার চেষ্টা করেন। বাকি তিন আসামিও শিক্ষার্থীদের হত্যার চেষ্টায় জড়িত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হত্যাচেষ্টার অভিযোগে শাহীন ও সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায়, গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় ও শফিকুলের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারিতে ছিলেন। এর ধারাবাহিকতায় বুধবার মোহাম্মদপুর ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সাম্প্রতিক সময়ে সরকারকে অস্থিতিশীল করতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার তথ্য দিয়েছেন। তাঁদের তথ্য বিশ্লেষণ করে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।