ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে উত্তাল সাগরে ৬৫ জন আরোহী নিয়ে কেএমপি তুনু প্রাতামা জায়া নামে একটি ফেরি ডুবে গেছে। উদ্ধারকারী দল নিখোঁজ ৩৮ জনকে খুঁজে বের করতে রাতভর তল্লাশি চালিয়েছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, গত বুধবার সন্ধ্যায় পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ফেরিটি ছেড়ে যাওয়ার প্রায় আধঘণ্টা পর উত্তাল সাগরে এটি ডুবে যায়। ফেরিটি কেতাপাং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল। ফেরিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। এছাড়া ১৪টি ট্রাকসহ মোট ২২টি যানবাহন ছিল।