নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা ছাত্রী হলে ছাত্রীদের কক্ষ তল্লাশিতে পুরুষ স্টাফের অংশগ্রহণের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যার পর।
অভিযোগ উঠেছে, কোনো পূর্ব ঘোষণা বা সতর্কতা ছাড়াই নারী স্টাফদের পাশাপাশি একাধিক পুরুষ স্টাফ হলে প্রবেশ করে এবং ছাত্রীদের কক্ষ তল্লাশি চালায়। এতে ছাত্রীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, “হলে মেয়েদের রুমে অভিযানের সময় প্রথমে পুরুষ স্টাফ যাওয়ার কোনো সুযোগ নেই। ম্যাডামদের পাশাপাশি পুরুষ স্টাফরা থাকে। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। আজকের অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। কাল গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট স্টাফদের সতর্ক করব।”