গাজীপুরের শ্রীপুর উপজেলায় মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) বিকেলে একটি স্কুলের সামনে থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রকে ‘অস্ত্রের মুখে’ তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্বজনেরা তাকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার একটি ২২ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত মো. কাউসার আহমেদ (৩৮) উপজেলার ধনুয়া গ্রামের বাসিন্দা। শিক্ষার্থীর স্বজনদের দাবি, ঘটনার সময় তার সঙ্গে আরও ৫-৬ জন ছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের পোশাক পরা ওই ছাত্রকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একজনের হাতে পিস্তলসদৃশ বস্তু ছিল, যা ছাত্রের পিঠে ধরা ছিল। স্থানীয়রা ওই ব্যক্তিকে কাউসার আহমেদ হিসেবে শনাক্ত করেছেন। ভিডিওতে দেখা যায়, শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাদের দিকেও পিস্তলসদৃশ বস্তুটি তাক করে ভয় দেখানো হয়।
শিক্ষার্থীর মামা প্রথম আলোকে জানান, অষ্টম শ্রেণির আরেক শিক্ষার্থীর সঙ্গে কাউসারের দ্বন্দ্ব ছিল। ওই শিক্ষার্থীর সঙ্গে ভুক্তভোগী ছাত্রের বন্ধুত্ব ছিল। মঙ্গলবার কাউসার ও তার লোকজন ওই শিক্ষার্থীকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার বন্ধুকে তুলে নিয়ে মারধর করেন। খবর পেয়ে স্বজনেরা উদ্ধারে গেলে অভিযুক্তরা তাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। পরে এলাকাবাসীর সহায়তায় ছাত্রকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্তের বাড়ি থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।