নারায়ণগঞ্জ, ৮ জুলাই ২০২৫ - নারায়ণগঞ্জের গোদনাইল বাড়ীপাড়ায় অভিযান চালিয়ে ১,৮৩৬ লিটার অনুমোদনহীন জ্বালানি তেল জব্দ করা হয়েছে এবং জরিমানা আরোপ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে কিছু প্রতিষ্ঠানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব প্রতিষ্ঠান বিক্রিত তেলের কোনো বৈধ চালান বা ক্রয় রশিদ দেখাতে পারেনি। এছাড়া, লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে পাঁচটি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়।
জব্দকৃত তেলের মধ্যে ১,০৮০ লিটার ডিজেল, ১০৬ লিটার অকটেন এবং ৬৫০ লিটার ফার্নেস অয়েল রয়েছে। এসব মালামাল মেঘনা অয়েল পিএলসি এবং পদ্মা অয়েল পিএলসির জিম্মায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।