কুলাউড়া (মৌলভীবাজার), ১৬ জুন ২০২৫: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুম (১৫) কে হত্যার অভিযোগে প্রতিবেশী মো. জুনেল মিয়া (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজের দুদিন পর শনিবার (১৪ জুন) বিকেলে নাফিজার অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর রোববার রাতে জুনেলকে আটক করা হয়।
মৌলভীবাজার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, জুনেল দীর্ঘদিন ধরে নাফিজাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু বিবাহিত ও দুই সন্তানের পিতা হওয়ায় নাফিজা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ১২ জুন নাফিজা প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে জুনেল তাকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং মরদেহ পাশের ছড়ার ঝোপে ফেলে পালিয়ে যান।
জুনেলের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ নাফিজার বোরখা, স্কুলব্যাগ, বই ও একটি জুতা উদ্ধার করেছে। তাকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে, যেখানে তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হবে।
নাফিজা শ্রীপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন এবং শেরপুর গ্রামের আবদুল খালিক ও নাছিমা আক্তার দম্পতির মেয়ে। জুনেল দাউদপুর গ্রামের বাসিন্দা ও দিনমজুর। নাফিজার মা নাছিমা আক্তার ১৪ জুন রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, জুনেলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।
এ.আই/এম.আর