হরিয়ানা, ১৬ জুন ২০২৫: ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপতের খারখন্দ এলাকার একটি খাল থেকে শীতল ওরফে সিম্মি চৌধুরী নামে এক তরুণী মডেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিউজিক ভিডিওর শুটিংয়ে গিয়ে নিখোঁজ হওয়া এই মডেলের মৃত্যু স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জানা গেছে, ২৩ বছর বয়সী শীতল হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। গত ১৪ জুন তিনি আহার গ্রামে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে গিয়েছিলেন। শীতল তার বোন নেহাকে ফোন করে জানান, তার প্রাক্তন প্রেমিক সুনীল তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শীতল বাড়ি না ফেরায় নেহা ওল্ড ইন্ডাস্ট্রিয়াল থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন।
পুলিশ তদন্তের পর খন্দা গ্রামের কাছে একটি খাল থেকে শীতলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে খুনের ঘটনা বলে নিশ্চিত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা এই হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য এবং দোষীদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত সুনীলকে পুলিশ হেফাজতে নিয়েছে।
এদিকে, গত সপ্তাহে পাঞ্জাবে কমল কৌর নামে আরেক উঠতি মডেলের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরপর এমন ঘটনায় ভারতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
এ.আই/এম.আর